বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘Strengthening the Resilience and Adaptive Capacity of Vulnerable Groups and EmpoweringCivil Society in the Context of Climate Change in Bangladesh’ প্রকল্প NETZ বাংলাদেশ এর অর্থায়ন ও সহযোগিতায় ৩ বছর ০৫ মাস মেয়াদী প্রকল্পে নি¤œলিখিত পদে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় নিয়োগ প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
ক্রম | পদের নাম | পদের সংখ্যা | বয়সসীমা | বেতন | আবেদনের যোগ্যতা | কর্মস্থল |
০১ | প্রজেক্ট ম্যানেজার | ০১ | সর্বোচ্চ ৪৫ বছর | ৪৭,০০০/= | ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতোকোত্তর। ২) ইংরেজীতে রিপোর্ট তৈরী এবং কথা বলার দক্ষতা। ৩) সমমানের পদে নূন্যতম ০৬-০৮ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। ৪) প্রশাসনিক, প্রজেক্ট ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট-এ জ্ঞান থাকতে হবে। ৫) আয়বৃদ্ধিমূলক ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচিতে কাজ করবার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৬) কম্পিউটার পরিচালনা (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইমেইল) দক্ষতা সম্পন্ন। ৭) এমআইএস এবং সফটওয়ার বেজড অন লাইন রিপোর্টিং এর অভিজ্ঞতা সম্পন্ন। ৮) মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
০২ | ইউনিট ম্যানেজার | ০২ | সর্বোচ্চ ৪৫ বছর | ৩৩,০০০/= | ১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতোকোত্তর। ২) ইংরেজীতে রিপোর্ট তৈরী এবং কথা বলার দক্ষতা। ৩) সমমানের পদে নূন্যতম ০৪-০৬ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। ৪) প্রশাসনিক, প্রজেক্ট ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট-এ জ্ঞান থাকতে হবে। ৫) আয়বৃদ্ধিমূলক ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচিতে কাজ করবার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৬) কম্পিউটার পরিচালনা (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইমেইল) দক্ষতা সম্পন্ন। ৭) এমআইএস এবং সফটওয়ার বেজড অন লাইন রিপোর্টিং এর অভিজ্ঞতা সম্পন্ন। ৮) মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
০৩ | প্রজেক্ট একাউন্টেন্ট | ০১ | সর্বোচ্চ ৪৫ বছর | ৩৩,০০০/= | ১) স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতোকোত্তর। ২) ইংরেজীতে রিপোর্ট তৈরী এবং কথা বলার দক্ষতা। ৩) সমমানের পদে নূন্যতম ০৩-০৪ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। ৪) প্রশাসনিক ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট-এ জ্ঞান থাকতে হবে। ৫) কম্পিউটার পরিচালনা (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইমেইল) দক্ষতা সম্পন্ন। ৬) সফটওয়ার বেজড অন লাইন রিপোর্টিং এর অভিজ্ঞতা সম্পন্ন। | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
০৪ | ইউনিট একাউন্টেন্ট | ০১ | সর্বোচ্চ ৪৫ বছর | ২৫,০০০/= | ১) স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক। ২) ইংরেজীতে রিপোর্ট তৈরী এবং কথা বলার দক্ষতা। ৩) সমমানের পদে নূন্যতম ০৩-০৪ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। ৪) প্রশাসনিক ও ফাইন্যান্স ম্যানেজমেন্ট-এ জ্ঞান থাকতে হবে। ৫) কম্পিউটার পরিচালনা (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইমেইল) দক্ষতা সম্পন্ন। ৬) সফটওয়ার বেজড অন লাইন রিপোর্টিং এর অভিজ্ঞতা সম্পন্ন। | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
০৫ | ফিল্ড ফ্যাসিলিটেটর | ০৮ | সর্বোচ্চ ৪৫ বছর | ১৭,৫০০/= | ১) স্বীকৃত বিশ^বিদ্যালয় হতে স্নাতক। ২) ইংরেজীতে রিপোর্ট তৈরী এবং কথা বলার দক্ষতা। ৩) সমমানের পদে নূন্যতম ০৩-০৪ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। ৪) আয়বৃদ্ধিমূলক ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচিতে কাজ করবার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৫) কম্পিউটার পরিচালনা (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইমেইল) দক্ষতা সম্পন্ন। ৬) এমআইএস এবং সফটওয়ার বেজড অন লাইন রিপোর্টিং এর অভিজ্ঞতা সম্পন্ন। ৭) পিআরএ, কমিউনিটি মোবিলাইজেশন ও সম্পদ হস্তান্তর করার অভিজ্ঞতা বা দক্ষতা থাকেত হবে। ৮) মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
০৬ | সাপোর্ট স্টাফ | ০২ | সর্বোচ্চ ৩৫ বছর | ১০,০০০/= | ১) স্বীকৃত প্রতিষ্ঠান হতে এস.এস.সি পাশ। ২) সমমানের পদে নূন্যতম ০২-০৩ বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা। | প্রকল্প অফিস খুলনা জেলার পাইকগাছা/ কয়রা উপজেলা |
২) কার্যক্রম সংশ্লিষ্ট ভ্রমনের জন্য প্রজেক্ট ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিল্ড ফ্যাসিলিটেটরগনকে অফিসিয়াল মটর সাইকেল প্রদান করা হবে এবং মোটর সাইকেলের ফুয়েল ও সার্ভিসিং খরচ অফিস প্রদান করবে।
৩) প্রকল্পে বরাদ্দ অনুযায়ী মোবাইল খরচ প্রদান করা হবে।
শর্তাবলী :
১. আগামী ১১ আগস্ট-২০২২ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অগ্রগতি সংস্থার প্রধান কার্যালয়ে নি¤েœর ঠিকানায় জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোন আবেদন গ্রহন করা হবে না এবং ডাকযোগে প্রেরিত আবেদন পত্র প্রাপ্তির বিষয়ে অফিস দায়বদ্ধ থাকবে না। অথবা agrogotihr@gmail.com এই এড্রেসে মেইল করতে পারবেন তবে পরীক্ষার দিন সকালে ৯টার মধ্যে অন্যান্য সকল কাগজ-পত্র অগ্রগতি সংস্থার প্রশাসন বিভাগে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২. আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নাগরিক সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন মূল কপি দেখাতে হবে।
৩. বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মোবাইল/ ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য জানানো হবে।
৪. কর্র্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়া যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখে।
৫. নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা
প্রশাসনিক কর্মকর্তা
অগ্রগতি সংস্থা,
ত্রিশমাইল মোড় নগরঘাটা, সাতক্ষীরা।
মোবাইল নং-০১৭২০-৯১৯৩১৪