সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়ন, উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার মাধ্যমে সাতক্ষীরা জেলাতে বাস্তবায়িত হচ্ছে আশ্বাস নামে একটি প্রকল্প, যার মূল লক্ষ্যই হচ্ছে মানব পাচারের শিকার সারভাইভারদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক কল্যান নিশ্চিত করা। এমতাবস্থায় করোনাকালীন পরিস্থিতিতে প্রাণ আর এফ এল এর সিএসআর কার্যক্রমের আওতায় মানব পাচারের শিকার সারভাইভারদের মধ্য হতে ঝূঁকি ও অসহায়ত্ব বিবেচনায় গত ২৮/৬/২১ হতে ৩০/৬/২১ পর্যন্ত ১০০ জন মানব পাচারের সারভাইভারকে জরুরী খাদ্য ও আনুসঙ্গিক উপকরন বিতরন করা হয়েছে (১। মিনিকেট চাল-৫ কেজি ২। লবণ (প্রাণ)-১ কেজি ৩। মসূর ডাল-১কেজি ৪। মুড়ি (প্রাণ)-৫০০ গ্রাম ৫। চিড়া-৫০০ গ্রাম ৬। সাবান -১ টা) । প্রাথমিক পর্যায়ে এই সহায়তা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, তালা, কালিগঞ্জ, এবং শ্যামনগর উপজেলায় বিতরন করা হয়েছে। জরুরী সহয়তা বিতরনকালে উপস্থিত ছিলেন জনাব আব্দুস সবুর বিশ্বাস, নির্বাহী পরিচালক, অগ্রগতি সংস্থা, অসিত ব্যানার্জী, প্রকল্প সমন্বয়কারী, কাউন্সেলর সিরাজুম মনিরা ও মৌসূমী ফেরদৌস, সোশ্যাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য ও নিতাই সেন। সহয়তাপ্রদানকালে সারভাইভারগন বলেন, আমরা এই ভেবে আনন্তিত যে আমাদের জন্য প্রাণ আরএফএল, অগ্রগতি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এই উদ্যোগকে ধন্যবাদ জানাই ।আশা করি এই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা সবাই ভালো থাকবো।