Preventing Extremism Through Active Community Engagement (PEACE) Consortium প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলার ১৩ টি পিস ক্লাবের শতাধিক যুব-তরুনের অংশগ্রহণে বার্ষিক পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ও সামাজিক মেলবন্ধন দৃঢ়করণে স্থানীয় যুবসমাজকে সক্রিয় এবং তাদের ক্ষমতায়ন করে উগ্রপন্থা প্রতিরোধ ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ। সাথে সাথে যুবদের অংশগ্রহণে টক’শো এবং সেরা ৩টি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।